কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব অনুষ্ঠানে আল্লামা মালেক মাযাহেরী আনসারী, পীর গিলানী সাজ্জাদ নেশিন হযরত মিয়ন মীর, মিনহাজুল হোসাইন স্কুলের প্রধান পীর নুবাহার শাহ, শিয়া রাজনৈতিক দলের প্রধান আব্দুর রেজা সুলতানি, ইরানী কালচারাল সেন্টারের প্রধান আলি রেজা কাজেমী, সিরাত কাউন্সিলের কর্মকর্তাগণ সহ লাহোরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি মহোদয় উপস্থিত ছিলেন।
উক্ত উৎসব অনুষ্ঠানে গাদিরে খুমের ঘটনার আলোকে বক্তৃতা পেশ করা হয়।
1307683