IQNA

লাহোরে ঈদে গাদিরের উৎসব অনুষ্ঠান

16:41 - October 27, 2013
সংবাদ: 2609139
আন্তর্জাতিক বিভাগ: লাহোরে সিরাত কাউন্সিল এবং ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বমণ্ডলীর উপস্থিতিতে ঈদে গাদির উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব অনুষ্ঠানে আল্লামা মালেক মাযাহেরী আনসারী, পীর গিলানী সাজ্জাদ নেশিন হযরত মিয়ন মীর, মিনহাজুল হোসাইন স্কুলের প্রধান পীর নুবাহার শাহ, শিয়া রাজনৈতিক দলের প্রধান আব্দুর রেজা সুলতানি, ইরানী কালচারাল সেন্টারের প্রধান আলি রেজা কাজেমী, সিরাত কাউন্সিলের কর্মকর্তাগণ সহ লাহোরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি মহোদয় উপস্থিত ছিলেন।
উক্ত উৎসব অনুষ্ঠানে গাদিরে খুমের ঘটনার আলোকে বক্তৃতা পেশ করা হয়।
1307683
captcha