IQNA

সৌদি সমর্থিত গেরিলাদের ওপর আরব আমিরাতের বিমান হামলা

9:43 - August 30, 2019
সংবাদ: 2609171
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বন্দরনগরী এডেনে সৌদি সমর্থিত গেরিলাদের উপর বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু ইস্যুতে যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতভেদ বাড়ছে তখন এই হামলার ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে- সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলারা বন্দরনগরী এডেনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। কাতারভিত্তিক আল-জাজিরার টেলিভিশন চ্যানেল বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এডেন শহরের আলাম এলাকায় সৌদিপন্থী গেরিলাদের ওপর সংযুক্ত আরব আমিরাতের বিমানগুলো বোমা হামলা চালায়। আলাম এলাকাটি হচ্ছে বন্দরনগরী এডেনের পূর্ব প্রান্তের প্রবেশপথ। বিমান হামলায় হাদিপন্থি বহু গেরিলা নিহত হয়েছে।

এর আগে আজ দিনের প্রথমভাগে দুপক্ষেরই বেশ কয়েকটি সূত্র জানিয়েছিল, কথিত সিকিউরিটি বেল্ট ফোর্সেস সৌদি সমর্থিত গেরিলাদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। সিকিউরিটি ফোর্সেস হচ্ছে বিচ্ছিন্নতাকামি ট্রানজিশনাল কাউন্সিলের সামরিক শাখা। এ গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে আরব আমিরাত। পার্সটুডে

captcha