IQNA

ইয়েমেনের ধামারের জেলখানায় সৌদি হামলার নিন্দা জানালো ইরান

20:45 - September 01, 2019
সংবাদ: 2609173
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইয়েমেনের ধামার প্রদেশের জেলখানায় সৌদি গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আজ (রোববার) তেহরানে সংবাদ সম্মেলনে বলেছেন, ধামারের যে জেলখানায় সৌদি বাহিনী হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি'র স্বীকৃতিপ্রাপ্ত এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা কয়েক দফা জেলখানাটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, জেলখানায় বোমা বর্ষণের ঘটনা সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন যুদ্ধাপরাধ এবং এর মধ্যদিয়ে তাদের অপরাধের কালো তালিকায় আরও একটি জঘন্য ঘটনা যোগ হলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের জঘন্য হত্যাযজ্ঞ ঘটাতে আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং ইয়েমেনের জনগণ এসব অপরাধের জন্য পাশ্চাত্যের দেশগুলোকেও দায়ী বলে মনে করে।

শনিবার রাতে ধামারের জেলখানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৬০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে।   iqna

captcha