IQNA

সিরিয়ার হামায় একটি গণকবর আবিষ্কার

3:59 - September 02, 2019
সংবাদ: 2609179
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী সেদেশের হামা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-তামানাহ অঞ্চলে একটি গণকবর আবিষ্কার করেছে। উদ্ধারকৃত গণকবরে বেশ কয়েকজন সৈন্যের লাশ দাফন করা হয়েছে। এসকল সৈন্যদের সন্ত্রাসীরা হত্যা করে এই গণকবরে দাফন করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার সেনাবাহিনীর একটি ইউনিট শনিবার ঘোষণা করেছে, সিরিয়ার সেনাবাহিনী সেদেশের হামা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-তামানাহ অঞ্চলে একটি গণকবর আবিষ্কার করেছে।
এই গণকবর থেকে বেশ কয়েকজন সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে। এসকল সৈন্যদের সন্ত্রাসীরা হত্যা করে এই গণকবরে দাফন করেছে।
সেনা সদস্যরা এপর্যন্ত এই গণকবর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এসকল মৃতদেহের পরিচয় খুঁজে পাওয়ার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, সিরিয়ার সেনাবাহিনী গত মাসে হামার উত্তরের উপকণ্ঠে আল-তামানাহ, কাফরজিটা, লতমিন, মুরাক, মোআরক্বাবাহ এবং আল-লায়া অঞ্চল সন্ত্রাস মুক্ত করে নিজেদের দখলে নিয়েছে। iqna

captcha