IQNA

জার্মানে মসজিদে রূপান্তর হল একটি গির্জা

11:40 - September 13, 2019
সংবাদ: 2609230
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির হেগেন শহরের মুসলমানরা একটি গির্জা ভবন কিনে সেখানে মসজিদ নির্মাণ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মসজিদের সংখ্যাও বাড়ছে।

সম্প্রতি পাকিস্তানের একদল ব্যবসায়ী জার্মানে ওয়েস্টফালিয়া নর্থ রাইল প্রদেশের হেগেন শহরে একটি প্রাচীন গির্জা ক্রয় করে সেখানে মসজিদ নির্মাণ করেছে।

পাকিস্তানের মুসলিম ব্যবসায়ী এই গির্জাটি ৩ লাখ ৮০ হাজার পাউন্ড দিয়ে ক্রয় করেছে।

জেসুস হিলিগেন নামক প্রাক্তন গির্জাটির নাম পরিবর্তন করে “ফেইজ ইমান” নামকরণ করা হয়েছে। এই মসজিদটি রবিবার উদ্বোধন করা হয়েছে এবং সেখানে উপস্থিত মুসল্লিরা জোহরের নামাজ আদায় করেন।

গির্জাটি ক্রয় করেছেন কয়েকজন মুসলিম ব্যবসায়ী। এসকল ব্যবসায়ীদের মধ্যে “সালমান রফিক” নামক এক ব্যবসায়ী বলেন: গির্জা পরিবর্তন হয়ে মসজিদে রূপান্তর করার বিষয়টি মুসলমানদের নিকট একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স এবং কেনিয়ার মুসলমানরা উপস্থিত ছিলেন। iqna

 

captcha