বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত র্যালীর আয়োজক কমিটির চেয়ারম্যান ২২শে সেপ্টেম্বর ৩৫তম ইসলামী ঐক্য র্যালীর ব্যাপারে বলেন: এই র্যা লীর মূল উদ্দেশ্য সাফল্য এবং সাফল্যের উপর জোর দেওয়া এবং মুসলমানদের মধ্যে বিদ্যমান প্রাণবন্ত সংস্কৃতিসমূহ সকলের সম্মুখে তুলে ধরা।
ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই র্যালীতে প্রায় ৩০০০ জন অংশগ্রহণ করেছে।
আইভারি কোস্টের নাগরিক অ্যাডামস ফাফানা ছয় বছর ধরে এই র্যালীতে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন: প্রতি বছর স্বতঃস্ফূর্তই ভাবে এই র্যালীতে অংশগ্রহণ করছি। কারণ এই র্যালীতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। iqna