IQNA

হাজিরা আল্লাহর মেহমান, তাদের চোখে পানি দেখতে চাই না: ধর্ম প্রতিমন্ত্রী

20:25 - October 01, 2019
সংবাদ: 2609338
আগামী বছর থেকে মোট হাজির ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হজ করতে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেছেন, এবার হজ ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল না। ফলে অন্যান্য বছরের মতো এবার এহরাম পরা অবস্থায় হাজিদের ঢাকার রাস্তায় ঘুরতে দেখা যায়নি।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনার সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ধর্ম সচিব মো. আনিছুর রহমান হজ এজেন্সি মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যসহ সব মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৫২ জন এবার হজ করেছেন।

এবারের হজ ব্যবস্থাপনায় কোনও ত্রুটি হয়নি বলেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘হাজিরা আল্লাহর মেহমান। তাদের চোখে আমি পানি দেখতে চাই না। কোনও হাজিকে এহরাম পরে যেন রাস্তাঘাটে ঘুরতে না হয়।’ আলহামদুলিল্লাহ এবার কোনও হাজিকে হজে যেতে না পেরে এহরাম পরে রাস্তায় ঘুরতে দেখা যায়নি।’ এমটি নিউজ

captcha