IQNA

কানাডায় ‘ইসলামী ইতিহাস মাস’ উদযাপন শুরু

23:45 - October 05, 2019
সংবাদ: 2609376
আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় প্রতি বছর অক্টোবর মাসজুড়ে উদযাপন করা হয় ‘ইসলামী ইতিহাস মাস’। এ উপলক্ষে ইসলামের পরিচিতিসূচক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে কানাডায় ‘ইসলামি ইতিহাস মাস’।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী অটোয়াতে বিশেষ প্রামাণ্যচিত্র ‘14 & Muslim’ বিনামূল্যে প্রদর্শনের মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সূচনা হয়েছে। এছাড়াও সেদিন অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্যা স্ট্যাডি অব ইসলামের উদ্যোগে ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি: বাগদাদ থেকে বায়েজিদ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এক মাসব্যাপি এ আয়োজনের অংশ হিসেবে কানাডার সকল ইসলামি সেন্টার, মসজিদ ও ইসলামি স্কুলগুলোতে প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান, কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ২০১১ সালের হিসাব অনুযায়ী কানাডাতে দশ লক্ষের অধিক মুসলমানের বসবাস রয়েছে, যা কানাডার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ।

উল্লেখ্য, ২০০৭ সালে কানাডার সরকার কর্তৃক প্রথমবারের মত স্বীকৃতি পাবার পর থেকেই, এই মাসটি দেশের মুসলিম কমিউনিটিকে সম্মান জানানোর এবং দেশকে গড়ায় মুসলমানদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য এ মাসটি পালিত হয়ে আসছে।  iqna

 

captcha