IQNA

ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করল লেবানন

20:42 - October 23, 2019
সংবাদ: 2609492
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের আকাশসীমা থেকে ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: লেবাননের সরকারি জাতীয় বার্তা সংস্থা আজ বুধবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কে-ফারকেলা গ্রামের ফাতিমা প্রবেশদ্বারের কাছে একজন নাগরিক একটি শিকারি বন্দুক দিয়ে ড্রোনটি গুলি চালিয়ে ভূপাতিত করে। তবে লেবাননের এনটিভি বলেছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ওই ড্রোন ভূপাতিত করেছে।

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীও তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, নিরাপত্তার অভিযান চালানোর সময় ড্রোনটি খোয়া যায়।

ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে রুটিন নিরাপত্তা অভিযানের সময় লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট ইহুদিবাদী ইসরাইলের দুটি ড্রোন হিজবুল্লাহ যোদ্ধারা ভূপাতিত করেছিল।   iqna

 

captcha