IQNA

চূড়ান্ত উত্তেজনার মধ্যেই কাশ্মীর বিভক্ত হচ্ছে বৃহস্পতিবার

7:14 - October 31, 2019
সংবাদ: 2609541
আন্তর্জাতিক ডেস্ক: চূড়ান্ত উত্তেজনার মধ্যেই বিভক্ত হয়ে যাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর (জম্মু-কাশ্মীর)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করা হবে। কাশ্মীরের সার্বিক উন্নয়নের স্বার্থেই এটি করা হচ্ছে বলে দাবি করেছে ভারত সরকার।

চূড়ান্ত উত্তেজনার মধ্যেই কাশ্মীর বিভক্ত হচ্ছে বৃহস্পতিবারবার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আনুষ্ঠানিকভাবে জম্মু-কাশ্মীরকে দুই ভাগে ভাগ করতে যাচ্ছে ভারত সরকার। বৃহস্পতিবার রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

কাশ্মীরকে দুই ভাগ করার এই সিদ্ধান্ত বাস্তবায়নকে সামনে রেখে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে সেখানে। কয়েকদিন ধরে অঞ্চলটিতে নিয়মিত হামলা হচ্ছে। গত এক সপ্তাহে কাশ্মীরে হামলায় ভারতীয় জওয়ানসহ নিহত হয়েছেন অন্তত ১২ জন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। এ সময় রাজ্যটিকে দুই ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভেঙে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামের দুটি আলাদা অঞ্চল প্রতিষ্ঠা হবে।

জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকেই অঞ্চলটিতে প্রায় ১০ লাখ সেনা মোতায়েন করে ভারত। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। এর মধ্যে সেখানে মোবাইল ফোন সেবা চালু হলেও ইন্টারনেট সেবা এখনও স্বাভাবিক হয়নি।

ট্যাগ্সসমূহ: কাশ্মীর ، ভারত ، সরকার ، মোদী ، নিহত
captcha