IQNA

ইমাম মাহদীর সৈনিকদের মধ্যে যথাযথভাবে আল্লাহর মারেফাত রয়েছে

12:39 - November 21, 2019
সংবাদ: 2609670
ইমাম মাহদীর সাহায্যকারীদেরকে উন্নত চিন্তা ও কার্যগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিগত ও সামাজিক বৈশিষ্ট্যের অধিকারী এবং শারীরিক ও আত্মিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। সুতরাং যারা ইমাম মাহদীর সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

ইমাম মাহদীর সৈনিকদের মধ্যে যথাযথভাবে আল্লাহর মারেফাত রয়েছেবার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর প্রকৃত সাহায্যকারীদের মধ্যে এই ছয়টি গুণাবলি অবশ্যই থাকবে যথা:

একত্ববাদ বা এক আল্লাহর উপাসনা,
বিচক্ষণতা এবং দূরদর্শিতা,
সাহসিকতা,
ইমামের আনুগত্য,
আত্মত্যাগ এবং
সাদাসিধে ও সাধারণ জীবন-যাপন।

ইমাম মাহদীর বিশেষ সাথীদের শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে যথাক্রমে:

তারা যুবক হবেন: ইমাম মাহদী(আ.) যুবক অবস্থায় আবির্ভূত হবেন এবং তার সাথীরাও হবেন তরুণ ও যুবক।
যোগ্য পরিচালক: ইমাম সাদিক(আ.) বলেছেন: তারা অনেক বেশী যোগ্যতা সম্পন্ন হবেন।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: «لَا بُدَّ لِلنَّاسِ مِنْ أَمِيرٍ»মানুষের জন্য নেতার প্রয়োজন রয়েছে আর সেই নেতা ভাল হোক বা খারাপ। সুতরাং প্রতিটি সমাজের জন্য উপযুক্ত নেতার প্রয়োজন। ইসলামী সমাজের জন্য ইসলামী ও পরহেজগার নেতার দরকার আর খারাপ সমাজ হরে তারা খারাপ নেতাই বেছে নিবে।

হাদিসের ভাষা অনুযায়ী, যারা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগি করার মাধ্যমে আমাদের কায়েমের আবির্ভাব ত্বরান্বিত হওয়ার ক্ষেত্র প্রস্তুত করে তারাই আমাদের প্রকৃত অনুসারী।

captcha