IQNA

আমি সংসদে পদত্যাগপত্র জমা দেব; ইরাকি প্রধানমন্ত্রী

22:16 - November 30, 2019
সংবাদ: 2609736
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি গতকাল বিকালে ঘোষণা করেছেন, “আমি শিগগিরই পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করবো”।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেছেন, প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানির আহ্বানে সাড়া দিয়ে তিনি শিগিগিরই পদত্যাগ করবেন। আয়াতুল্লাহ আলী সিস্তানি শুক্রবার কারবালার জুমার নামাজের খুতবায় পাঠানো বক্তৃতায় ইরাক সরকারের প্রতি নিজেদের সমর্থন পুনর্বিবেচনা করার জন্য ইরাকি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এরপর শুক্রবারই বিকেলে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, এই আহ্বানের প্রতি সাড়া দিতে সংসদ সদস্যদের সুবিধা করে দেয়ার জন্য তিনি শিগগিরই পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করবেন। এরপর পার্লামেন্ট সদস্যরা অনুমোদন করলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। পার্লামেন্ট সদস্যরা যাতে ‘তাদের সমর্থন পুনর্বিবেচনা’ করতে পারেন সেজন্য তিনি এ পদক্ষেপ নেবেন বলে জানান আদেল আব্দুল-মাহদি।
ইরাকি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে আরো বলেন, “প্রত্যেকে জানেন যে, আমি এর আগেও আমার আনুষ্ঠানিক বক্তৃতা ও বিবৃতিতে পদত্যাগ করতে চেয়েছি।” তবে তিনি কবে নাগাদ পদত্যাগ করতে পারেন সে সম্পর্কে কিছু বলেননি।  iqna

 

 

captcha