IQNA

জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকবে না : এরদোগান

0:13 - December 09, 2019
সংবাদ: 2609797
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট গতকাল (৮ম ডিসেম্বর) ইস্তাম্বুলের কংগ্রেস সেন্টারে ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে বলেন: “মুসলমানেরা যদি যাকত প্রদান করে, তাহলে ইসলামি বিশ্বে কোন গরীব থাকবে না”।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেদ এরদোগান “সরকারী ও বেসরকারি খাতে বিনিয়োগ” শীর্ষক সম্মেলনে বলেন: “মুসলমানেরা যদি যাকত প্রদান করে, তাহলে ইসলামি বিশ্বে কোন গরীব থাকবে না”।

 

তিনি ইসলামী দেশগুলোর অর্থনৈতিক বিকাশের জন্য বৈষয়িক এবং ঐতিহাসিক পরিস্থিতিকে উপযুক্ত বলে অভিহিত করে বলেন: মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ শক্তি গঠন করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হবে।

 

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন: পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে মোট ২১ শতাংশ অর্থাৎ ৩৫ কোটি মুসলমান অত্যন্ত দারিদ্র্য-পীড়িত পরিস্থিতিতে জীবন যাপন করছে।  iqna

 

captcha