IQNA

আফগানিস্তানের বাগরাম বিমানবন্দরে বোমা বিস্ফোরণ

14:51 - December 11, 2019
সংবাদ: 2609813
আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বাগরাম বিমানঘাঁটির গেইটে এক বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছে। বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তানে মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, বাগরাম ঘাঁটির কাছে কোরিয়ার একটি হাসপাতালের গেইটে এ বোমা বিস্ফোরণ ঘটেছে। হাসপাতালটি বাগরাম ঘাঁটির একেবারেই লাগোয়া বলে তিনি উল্লেখ করেন।

শাহকার জানান, এ পর্যন্ত পাঁচজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; আহতরা সবাই আফগান নাগরিক বলেও তিনি নিশ্চিত করেন।

পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র আরো জানান, বোমা বিস্ফোরণের পর ৩০ মিনিট সেখানে হামলাকারী ও বিদেশি সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীরা ওই ঘাঁটির ভেতরে ঢুকতে চেয়েছিল বলে তিনি জানান। বোমা বিস্ফোরণের দায়িত্ব কেউ এখনো স্বীকার করে নি।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বিস্ফোরণে আমেরিকা বা ন্যাটো জোটের কোনো সেনা হতাহত হয় নি এবং দ্রুত হামলা প্রতিহত করা হয়েছে। iqna

captcha