IQNA

কারবালায় মুকেবে অগ্নিসংযোগ

22:08 - December 18, 2019
সংবাদ: 2609855
আন্তর্জাতিক ডেস্ক: কারবালার পুলিশ কমান্ড সোমবার রাতে এই শহরের একটি মুকেবে আগুন লাগার খবর জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালার পুলিশ কমান্ড ঘোষণা করেছেন: কিছু ধ্বংসাত্মক ও অশান্ত মানুষ ইরাকের পবিত্র নগরী কারবালার একটি মুকেবে (জিয়ারতকারীদের বিশ্রাম ও আপ্যায়নের বিশেষ স্থান) আগুন লাগিয়েছে।
কাবালার পুলিশ এই বিবৃতিতে বলেছেন: এই শহরের একটি চত্বরে অবস্থিত একটি মুকেবে দাঙ্গাকারীরা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
তিনি এই বিবৃতিতে আরও উল্লেখ করেছেন: দাঙ্গাকারীরা ব্যাংক এবং সরকারী ভবন এবং সরকারী এবং ব্যক্তিগত সম্পত্তিও ধ্বংস করেছে। iqna

 

captcha