IQNA

আফগানিস্তানে সামরিক ক্যাম্পে তালেবান হামলা

0:02 - December 29, 2019
সংবাদ: 2609925
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির আরো ১০ সেনা নিহত হয়েছেন। গতকাল (শনিবার) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ক্যাম্পে তালেবান এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হামলার আগে তালেবান সেখানে একটি টানেল খুঁড়ে সামরিক ক্যাম্পের ভেতরে প্রবেশের ব্যবস্থা করে এবং তারপর বোমা বিস্ফোরণে সেটি উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই তালেবান গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়।

তালেবানের হামলায় ১৮ সেনার মধ্যে ১০ জন মারা যায় এবং চারজন আহত হয়। বাকি চার সেনা অত্যন্ত সাহসিকতার সাথে তালেবানের হামলা মোকাবেলা করেছেন। প্রাদেশিক মুখপাত্র ওমর জওক হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাঁটির ভেতরে শক্তিশালী বিস্ফোরণের পর আফগান সেনারা নিহত হয়েছে।

এদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবান দাবী করেছে, এই হামলার ফলে ২৬ জন আফগান সেনা নিহত হয়েছে।

যখন আমেরিকা এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন দফায় দফায় তালেবান মার্কিন ও আফগান সেনাদের ওপর হামলা চালাচ্ছে। iqna

 

 

captcha