IQNA

ট্রাম্পের অভিশংসন বিল সিনেটে, বিচার শুরু মঙ্গলবার

22:52 - January 17, 2020
সংবাদ: 2610058
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিল উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। গত বুধবার প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গত ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নথিতে স্বাক্ষর করেছেন নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পাশাপাশি নথিতে স্বাক্ষর করেছে ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের একটি দল। এ দলটিই ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি লড়বে। গতকাল স্থানীয় সময় দুপুর নাগাদ নথিগুলো থেকে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সিনেট সভায় পড়ে শোনানো হয় বলে জানান রিপাবলিকান দলীয় সিনেট নেতা মিচ ম্যাকোনেল।

এ অনুযায়ী, আগামী মঙ্গলবার শুরু হবে এই বিচার প্রক্রিয়া। এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনো প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। iqna

captcha