IQNA

বিজেপি থেকে একযোগে পদত্যাগ করলো ৮০ মুসলিম নেতা!

19:20 - January 25, 2020
সংবাদ: 2610104
আন্তর্জাতিক ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন পুরো ভারতে বাস্তবায়ন করতে ম'রিয়া মোদি-অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিরোধী পক্ষের সকল দাবিকে ষ'ড়য'ন্ত্র আখ্যা দিয়ে এই আইনকে ভারতের জন্য মঙ্গলজনক বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এই আইনের (সিএএ) প্রতিবাদে বিজেপি থেকে একযোগে পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের ৮০ জন মুসলিম নেতা। এই আইনকে বিভেদের হাতিয়ার আখ্যা দিয়ে নবনির্বাচিত বিজেপি সভাপতি জে পি না'ড্ডার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা।

এদিকে পদত্যাগকারী মুসলিম নেতা রাজিক কুরেশি ফারসিওয়ালা বলেন, ‘ধর্মের ওপর ভিত্তি করে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে। যার ফলে বিজেপির মুসলিম নেতাদের জন্য সমাজে থাকা দায় হয়ে দাঁড়ায়। মানুষ ক'টাক্ষ করে জানতে চায়, এই আইনের পক্ষে আর কতদিন সমর্থন দিবো।’

এ সময় তিনি আরও বলেন, ‘ধর্মের ওপর ভিত্তি করে নয়। বরং ভারতে আশ্রয় নেয়া নিপীড়িত সকল শরনার্থীরই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া ধর্মের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী কিংবা সন্ত্রাসবাদী ট্যাগ লাগিয়ে দেয়াও উচিত নয়। তাই গত বৃহস্পতিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।’
সূত্র: mtnews24

captcha