IQNA

দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস: শি জিনপিং

19:43 - January 26, 2020
সংবাদ: 2610107
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশে প্রাণঘাতি করোনাভাইরাস আগের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। তিনি চীনা নতুন বছর উপলক্ষে মন্ত্রিসভার এক বৈঠক শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। চীনা টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট শি ওই বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার দেশ ‘গুরুতর পরিস্থিতি’ মোকাবিলা করছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০১৯ জন এবং আরও ২৬৮৪ জন আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে চীনা কর্তৃপক্ষ। এছাড়া চীনের বাইরে নতুন করে কানাডাতেও একজন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস এরইমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। চীনের সঙ্গে বাকি বিশ্বের সরাসরি বিমান যোগাযোগ থাকার কারণে ভাইরাসটি চীনের বাইরেও ছড়িয়ে পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

চীনে আক্রান্ত ও মৃতের বেশিরভাগ খবর মূলত হুবেই প্রদেশ থেকেই আসছে। প্রদেশটির কর্মকর্তারা এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে উহানেই মারা গেছে সাতজন। এছাড়া সাংহাইতে প্রথমবারের মতো একজনের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সূত্র: rtvonline

captcha