IQNA

মার্কিন সামরিক বিমান ধ্বংস করেছি: তালেবান

18:42 - January 27, 2020
সংবাদ: 2610117
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। ৮৩জন যাত্রী নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গাজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছে, আমেরিকার যাত্রীবাহী একটি বিমান গজনি প্রদেশে ভেঙে পড়েছে। পাশাপাশি এও বলেছে যে, বিমানের কর্মীদের সকলেরই মৃত্যু হয়েছে। বিমানটি ধ্বংস হওয়ার পিছনে তালেবানের হাত রয়েছে বলে জানিয়েছে জাবিহুল্লা।

ন্যাটো-র পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য না এলেও শীঘ্রই তা আসবে বলেই মনে করা হচ্ছে। গজনিপ্রদেশ মুলত তালেবান জঙ্গিদের দ্বারাই নিয়ন্ত্রিত বলে জানা গেছে। আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নং বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল।

কাবুলের দক্ষিণ পশ্চিমে দে ইয়াক জেলার সাদো এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ওই অঞ্চলটি তালেবান অধ্যুষিত। জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১ টা ১০ নাগাদ ভেঙে পড়ে ওই বিমানটি। তবে এখনও জানা যায়নি বিমানটি মিলিটারি না বাণিজ্যিক।  iqna

 

captcha