Red Deer Advocate-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সশস্ত্র সন্ত্রাসী আলেকজান্ডার বিসননেট গুলি করে ৬ জন মুসল্লিকে হত্যা করেছে। এই সন্ত্রাসীর আইনজীবী বলেছে, এই হামলার পিছনে তার ক্লায়েন্টের বর্ণবাদী উদ্দেশ্য ছিলনা।
গতকাল কিউবেকের আপিল আদালতে এক শুনানিতে আলেকজান্ডারের আইনজীবী বলেছিলে যে, তার ক্লায়েন্টকে ২৫ বছর পর ক্ষমা করা উচিত।
আলেকজান্ডার বিসননেট পূর্বে আদালতে তার দোষ স্বীকার করেছে। ২০১৭ সালে ২৯শে জানুয়ারিতে এই সন্ত্রাসী মসজিদে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে। এছাড়াও এই হামলায় বেশ কয়েক জন আহত হয়েছেন। আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত করেছে। iqna