IQNA

তেহরানে জুমার খুতবা:

'ডিল অব দ্য সেঞ্চুরি' প্রকৃতিপক্ষে শতাব্দীর কলঙ্ক

20:07 - January 31, 2020
সংবাদ: 2610140
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন 'ডিল অব দ্য সেঞ্চুরি' অবশ্যই ব্যর্থ হবে। আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি আজ খুতবায় এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গত মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ণবাদী চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেন। বায়তুল মোকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া,পশ্চিম তীরের ত্রিশ ভাগ ইসরাইলকে হস্তান্তর করা, ফিলিস্তিনি শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিরোধিতা করা এবং ফিলিস্তিনকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এই ঘৃণ্য পরিকল্পনার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক। বিশিষ্ট এই আলেম বলেন শতাব্দি চুক্তি আসলে শতাব্দীর কলঙ্ক, শতাব্দীর বিশ্বাসঘাতকতা এবং শতাব্দির ভোগান্তি চুক্তি।

এই চুক্তিকে তিনি কতিপয় আরব দেশের বিশ্বাসঘাতকতার ফল বলেও উল্লেখ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোনো ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতাই ফিলিস্তিনিদের অধিকার পদদলিত করতে পারবে না। বিশ্বের স্বাধীনতাকামী মানুষেরা এই শতাব্দি চুক্তির নিন্দা জানিয়েছে। প্রতিরোধ আমেরিকার কোমর ভেঙে দেবে এবং ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবে বলে জুমার খতিব মন্তব্য করেন।

আয়াতুল্লাহ মোয়াহহেদি আরও বলেন: শত্রুরা প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করতে চায়। আমেরিকানরা তাদের সেই স্বপ্নকে কবরে নিয়ে যাবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

উপস্থিত মুসল্লিরাও ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনার নিন্দা জানিয়ে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সংহতি প্রকাশ করে শ্লোগান দেয়।  iqna

 

captcha