IQNA

শতাব্দী চুক্তির নিন্দায় ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

21:01 - January 31, 2020
সংবাদ: 2610144
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের অধিকারের প্রতি বিশ্বাসঘাতকতামূলক মার্কিন প্রস্তাব ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিরুদ্ধে বিশ্বের নানা দেশ ও অঞ্চলে গণ-বিক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা 'ক্রোধের শুক্রবার' কর্মসূচি পালন করেন। গাজায় ফিলিস্তিনিরা জুমা নামাজ আদায়ের পর বিক্ষোভ মিছিল বের করেন এবং মার্কিন ও ইসরাইল-বিরোধী নানা শ্লোগান দেন।

এদিকে আজ (শুক্রবার) ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় শহর সা'দা শহরসহ দেশটির প্রায় সব ক'টি শহরে ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিরুদ্ধে গণ-বিক্ষোভ হয়েছে। এসব গণ-বিক্ষোভে লাখ লাখ ইয়েমেনি নাগরিক অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন ও ট্রাম্পের কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি'র তীব্র নিন্দা জানান।

প্রতিবাদীরা এক বিবৃতিতে ফিলিস্তিন-বিরোধী ট্রাম্পের এই মহাষড়যন্ত্রে শরীক কপট আরব সরকারগুলো ও বিশেষ করে সৌদি এবং আরব আমিরাত সরকারের বিশ্বাসঘাতকতার তীব্র নিন্দা জানান। মুসলিম ও আরব বিশ্বের চলমান বিভাজন তেলআবিব ও ওয়াশিংটনকে ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপ নেয়ার ধৃষ্টতা বাড়িয়ে দিয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে ইসরাইল বিরোধী সংগ্রামে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেয়ার ব্যাপারে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ'র নেতা আবদুল মালেক আল হুথির দেয়া অঙ্গীকারের পুনরাবৃত্তি করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ণবাদী চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেন। বায়তুল মোকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া,পশ্চিম তীরের ত্রিশ ভাগ ইসরাইলকে হস্তান্তর করা, ফিলিস্তিনি শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিরোধিতা করা এবং ফিলিস্তিনকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এই ঘৃণ্য পরিকল্পনার গুরুত্বপূর্ণ কিছু দিক।  iqna

 

captcha