IQNA

মানামা বিমানবন্দর থেকে শিয়া আলেম গ্রেপ্তার

20:22 - February 07, 2020
সংবাদ: 2610189
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের আল খলিফার নিরাপত্তা বাহিনী সেদেশের বিমানবন্দর থেকে শিয়া আলেম ও বিখ্যাত খতিবকে গ্রেপ্তার করে অজানা স্থানে নিয়ে গিয়েছে।

মানামা পোস্ট নিউজ সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আল খলিফা শাসকের সুরক্ষা বাহিনী শিয়া-বিরোধী ও নিপীড়নমূলক নীতিমালা অব্যাহত রেখেছে স্বাধীনতা সন্ধানী কণ্ঠস্বরকে নীরব করার জন্য শিয়া আলেম ও বিখ্যাত খতিব “শাইখ হাসিম আল-হাদাদ”কে বুধবার মানামা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাকে অজানা স্থানে নিয়ে গিয়েছে।

এছাড়াও ধর্মীয় আলোচনা করার জন্য বাহরাইনের আরেক শিয়া খতিব মোল্লা আবদুল জাহরা আল সামাহিচি’কে দমনকারী আল খলিফা গ্রেপ্তার করেছে। একনায়কতান্ত্রিক এই শাসক জিজ্ঞাসাবাদের জন্য এই আলেমকে টানা ১৫ দিন আটক করে রাখবে বলে জানা গেছে।

শিয়া আলেম, প্রচারক এবং ধর্মীয় পণ্ডিতদের বিরুদ্ধে আল খলিফা তার নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও দেশটিতে ধর্মীয় স্বাধীনতা সীমাবদ্ধ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  iqna

captcha