IQNA

করোনার ভয়ে হোলির উৎসবে যোগ দিচ্ছেন না মোদি

19:15 - March 04, 2020
সংবাদ: 2610347
তেহরান (ইকনা)- করোনাভাইরাস আতঙ্কে হোলির উৎসবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনে অংশ নিচ্ছেন না তিনি।

এনডিটিভি জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, সে পরামর্শ মেনেই মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে।

বুধবার এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ভিড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আমিও এ বছর হোলি মিলন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ইতিমধ্যে ভারতজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ দাঁড়িয়েছে।

অথচ মঙ্গলবার নরেন্দ্র মোদি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলেছিলেন।

টুইটারে তিনি লিখেছিলেন, করোনা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সবাই মিলে এক সঙ্গে কাজ করতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন।

এর একদিন পর ভাইরাস আতঙ্কের কারণে নিজেই হোলির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক সমালোচনা চলছে।
সূত্র: jugantor

captcha