IQNA

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাকে হত্যার চেষ্টা + ভিডিও

1:42 - March 10, 2020
সংবাদ: 2610386
তেহরান (ইকনা)- সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে, তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

সুদানের রাজধানী খার্তুমে আবদাল্লা হামদকের গাড়ি বহরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

এসময় আবদাল্লাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তিনি এখন সুস্থ ও নিরাপদে আছেন।

দেশটির রাজধানী খার্তুম থেকে আল-জাজিরার সংবাদদাতা হিবা মরগান জানিয়েছেন, আবদাল্লা যখন তার নিজ কার্যালয়ে যাচ্ছিলেন, তখন তার গাড়ি বহরকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জনান, সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের গাড়ি বহরে বোমা বিস্ফোরিত হয়েছে। তবে তার কোন ক্ষতি হয়নি। এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গণতন্ত্রপন্থীদের তীব্র আন্দোলনের মুখে গত বছরের আগস্টে দেশটির স্বৈরশাসক ওমর আল বশির পদত্যাগ করেন। এরপর দেশটির প্রখ্যাত অর্থনীতিবিদ আবদাল্লা হামদককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।  iqna

captcha