IQNA

জুমার নামাজের জন্য তুরস্কের ৯০ হাজার মসজিদ জীবাণুমুক্তকরণ

19:24 - March 14, 2020
সংবাদ: 2610411
তেহরান (ইকনা)- তুরস্কের ধর্মীয় বিভাগের তত্ত্বাবধায়নে স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় জুমার নামাজ আদায়ের জন্য ৯০ হাজার মসজিদ জীবাণুমুক্ত করা হয়েছে।

তুরস্কের ধর্মীয় বিভাগের প্রধান আলী আরবাশ ইস্তাম্বুলের আহমেদ হামদী আকসকি মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কোলাইন এর আগে এপ্রিলের শেষ অবধি দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয় অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছেন এবং সকল স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে দর্শকদের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিয়ে তুরস্কের মোট দুই জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। যানা গেছে, এই দু’জন একই পরিবারের সদস্য। iqna

captcha