তিনি বলেছেন, এ রোগ মোকাবিলার কাজ নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্বাস্থ্য বিষয়ক যৌথ প্রটোকল স্বাক্ষর করতে হবে। পার্সটুডে
প্রেসিডেন্ট রুহানি শনিবার বিশ্বের বেশ কিছু দেশের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন চিঠিতে তিনি বলেন, গত দুই বছর ধরে আমেরিকার আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে এ মহামারি মোকাবিলায় ইরানকে বেগ পেতে হচ্ছে।
কোনো একটি দেশের একার পক্ষে এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকাকে যে সহযোগিতা করছে তা শুধু জাতিসংঘ ঘোষণারই পরিপন্থি নয় সেইসঙ্গে তা নৈতিকতা বিবর্জিত এবং অমানবিকও বটে। তিনি এ অবস্থার অবসান ঘটানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। iqna