IQNA

মুক্ত হলো ইয়েমেনের আল-জাওফ প্রদেশ + ছবি

20:32 - March 18, 2020
সংবাদ: 2610435
তেহরান (ইকনা)- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন: “ফামকিন মিনহুম” শিরোনামে এক বড় সামরিক অভিযান চালিয়ে আল-জাওফ প্রদেশ মুক্ত করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয় আজ (১৮ই মার্চ) ঘোষণা করেছেন: আমাদের সশস্ত্র বাহিনী দক্ষতার সাথে তাদের উদ্দেশ্য সম্পাদন করেছেন এবং মহান আল্লাহর সহায়তায় বিশাল সামরিক কৌশলের মাধ্যমে শত্রুদের উপর হামলা করেছে।

তিনি আরও যোগ করেছেন: আল্লাহর সহায়তায় “ফামকিন মিনহুম” অপারেশন সফল হয়েছে এবং এরফলে আল-জাওফ প্রদেশ সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে।

ইয়াহিয়া সারিয় আরও বলেন: ইয়েমেনের আনসারুল্লাহ’র নেতা আবদুল মালিক বদরুদ্দীন আল-হুথি’র বক্তব্য এবং নির্দেশনার ফলে এই অবিচ্ছিন্ন সাফল্য সম্ভব হয়েছে। আল-জাওফ প্রদেশ মুক্ত করার মাধ্যমে আমাদের সামরিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। iqna

captcha