IQNA

সৌদি আরবে দূর থেকে জানাজার নামাজের অনুমোদনের ফতোয়া

20:33 - April 13, 2020
সংবাদ: 2610589
তেহরান (ইকনা)- সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শাইখ ১০ই এপ্রিল ফতোয়ার মাধ্যমে করোনারি হার্ট ডিজিজের বিস্তারের জন্য এই ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজার নামাজ দুর থেকে আদায়ের অনুমতি দিয়েছে।

আবদুল আজিজ আল-শাইখের ফতোয়া অনুযায়ী করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির পরিজনেরা দূর থেকে জানাজার নামাজ আদায় করতে পরবে। স্বল্প সংখ্যক আত্মীয়রা কবরস্থানে উপস্থিত হয়ে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন করতে পারবে।

গ্র্যান্ড মুফতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছে: ইউরোপের বেশ কয়েকটি দেশে লাউডস্পিকারে আজান সম্প্রচার করা হচ্ছে। এটি ইসলাম ধর্মের করুণা এবং মমত্ববোধের বিশ্ব উপলব্ধির ইঙ্গিত দেয়। ইসলাম প্রতিকূলতার মধ্যেও মানুষকে পুণ্যবান ও ধৈর্যশীল হতে উৎসাহিত করে।

এর আগে সৌদি আরবের সিনিয়র ওলামা পরিষদ করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের জামাতের নামাজে অংশগ্রহণ হারাম বলে ফতোয়া প্রদান করেছিল।

এই পরিষদের এই আলেম হযরত মুহাম্মাদ (সা.)এর উদ্ধৃতি দিয়ে বলেছে যে, করোনাভাইরাসযুক্ত ব্যক্তির জন্য জুমার নামাজ ও জামাতের নামাজে অংশ নেওয়া শরিয়তগত ভাবে বৈধ নয়। এছাড়াও চিকিৎসক ও বিশেষজ্ঞরা যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছেন, শরিয়তগত ভাবে তাদের এই নির্দেশ মেনে চলা জরুরি। iqna

captcha