IQNA

দুবাইয়ে জীবাণুমুক্ত করা হলো সকল মসজিদ

19:50 - April 14, 2020
সংবাদ: 2610594
তেহরান (ইকনা)- দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড দাতব্য সংস্থা অফিস টানা ১১ দিন ধরে এই শহরের ৮০০টি মসজিদ জীবাণুমুক্ত করেছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড দাতব্য সংস্থা অপর তিন সংস্থার সহযোগিতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে এই শহরের সকল মসজিদ জীবাণুমুক্ত করেছে।

দুবাইয়ের মসজিদের নির্বাহী পরিচালক মুহাম্মাদ আলী আহমাদ বিন জায়েদ আল-ফালাসী” বলেছেন: টানা ১১ দিন ধরে এই শহরের সকল মসজিদ জীবাণুমুক্ত করা হয়েছে। এই পদক্ষেপটি সমাজের সকল সদস্যের স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি গুরুত্বারোপ করে বলেছেন: মসজিদ জীবাণুমুক্ত করার জন্য নির্ধারিত বিশেষজ্ঞ দলগুলো অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করেছে। প্রতিটি মসজিদের গালিচা, লাইব্রেরী এবং বইসমূহ জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়াও মসজিদগুলির প্রবেশপথে জীবাণুনাশক সরঞ্জামও স্থাপন করা হয়েছে।  iqna

captcha