IQNA

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের ড্রোন হামলা

19:30 - April 16, 2020
সংবাদ: 2610606
তেহরান (ইকনা)- ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি শরণার্থী শিবিরে তুরস্ক ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় ইরাকের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রচণ্ড রকমের ক্ষুব্দ প্রতিক্রিয়া জানানো হয়েছে। এসব রাজনীতিবিদ বলছেন, তুরস্ক হামলা চালিয়ে ইরাকের সার্বভৌমত্ব চরমভাবে লংঘন করেছে।

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের একটি ড্রোন শনাক্ত করে এবং ওই ড্রোন থেকে ম্যাক্সমুর শরণার্থী শিবিরে রকেট হামলা চালানো হয়েছে।

এ হামলায় দুই নারী নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। পরে অবশ্য মৃতের সংখ্যা তিন বলে জানানো হয়েছে।

এদিকে, প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান এই ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, ড্রোন হামলার মাধ্যমে তুরস্ক ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

এ ধরনের হামলার কারণে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান সতর্ক করেছে। iqna

captcha