এই ঘটনায় ইতোমধ্যেই হাসপাতালের মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে। উত্তর প্রদেশের জনসংখ্যার ২০ শতাংশই মুসলমান।
করোনা টেস্ট ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়ে স্থানীয় এক সংবাদপত্রে বিজ্ঞাপনটি ছেপেছিল ওই হাসপাতাল। তার পরেই বিতর্ক শুরু হয়। এমনকী অভিযোগ ওঠে, ওই হাসপাতালের হিন্দু ও জৈন রোগীদের বেশি করে দেখাশোনা করা হচ্ছে। সেই সঙ্গে যাঁরা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অনুদান দিয়েছেন তাঁরা পাচ্ছেন বিশেষ পরিষেবা।
বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছে ওই বেসরকারি ক্যানসার হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র:kalerkantho