আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানির মিডিয়া অফিস ঘোষণা করেছে: এই বছর পবিত্র রমজান মাসের চাঁদ শুক্রবার (৩০শে শাবান/ ২৪শে এপ্রিল) সন্ধ্যায় দেখা যাবে।
এই দপ্তর আরও ঘোষণা করেছে: রমজান মাসের চাঁদ শুক্রবার রাতে দেখা যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে শনিবার (২৫শে এপ্রিল) পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।
এছাড়াও আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর, নিজস্ব ওয়েবসাইটে দেশটির বিভিন্ন শহরের রমজান মাসের ধর্মীয় সময় (সেহেরী, ইফতার, মধ্যরাত....) প্রকাশ করেছে, যা এই লিঙ্কে দেখা যাবে। iqna