IQNA

রমজানের চাঁদ দেখার ব্যাপারে আয়াতুল্লাহ সিস্তানির দপ্তরের তথ্য

21:26 - April 20, 2020
সংবাদ: 2610633
তেহরান (ইকনা)- ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ সিস্তানির মিডিয়া অফিস এ বছরের (১৪৪১ হিজরী) রমজান মাস শুরু হাওয়ার ব্যাপারে একটি বিবৃতি জারি করেছে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানির মিডিয়া অফিস ঘোষণা করেছে: এই বছর পবিত্র রমজান মাসের চাঁদ শুক্রবার (৩০শে শাবান/ ২৪শে এপ্রিল) সন্ধ্যায় দেখা যাবে।

এই দপ্তর আরও ঘোষণা করেছে: রমজান মাসের চাঁদ শুক্রবার রাতে দেখা যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে শনিবার (২৫শে এপ্রিল) পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

এছাড়াও আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর, নিজস্ব ওয়েবসাইটে দেশটির বিভিন্ন শহরের রমজান মাসের ধর্মীয় সময় (সেহেরী, ইফতার, মধ্যরাত....) প্রকাশ করেছে, যা এই লিঙ্কে দেখা যাবে। iqna

 

 

captcha