IQNA

“করোনার সংকটে শেখ জাকজাকিকে মুক্তি দেন” টুইটারে ঝড় + ছবি

20:22 - April 24, 2020
সংবাদ: 2610659
তেহরান (ইকনা)- করোনার প্রকোপে নাইজেরিয়ার সরকার ২৫০০ কারাবন্দীকে মুক্তি দেয়ার পরও সেদেশের শিয়া আলেম শাইখ জাকজাকিকে মুক্তি করেনি। এর প্রতিবাদ জানিয়ে সেদেশের মুসলমানেরা শাইখ জাকজাকির মুক্তির জন্য টুইটারে হ্যাশট্যাগ চালু করেছে।

করোনার প্রাদুর্ভাব রোধের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ২২শে এপ্রিল ২৫০০ কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

এরমধ্যে ষাট ঊর্ধ্বে এবং গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও শাইখ জাকজাকি ও তাঁর স্ত্রী জিনাত ইব্রাহিমকে মুক্ত করেনি দেশটির সরকার।

নাইজেরিয়ার ফেডারেল সুপ্রিম কোর্ট ২০১৬ সালে এই দম্পতির ক্ষতিপূরণ প্রদান করে তাদেরকে মুক্তি প্রদান করেছে। এসত্ত্বেও দেশটির সরকার তাদের মুক্ত করেনি এবং ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে।

এদিকে নাইজেরিয়ায় করোনার প্রাদুর্ভাব রোধের জন্য শাইখ জাকজাকির সমর্থকরা সেদেশের নাগরিকদের মধ্যে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করেছে। iqna

 

শেখ জাকজাকির সমর্থকরা ক্যানো শহরে জীবাণুনাশক বিতরণ করছেন

 

captcha