IQNA

মধ্যপ্রাচ্যে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল, হুমকির মুখে জনজীবন

4:12 - May 07, 2020
সংবাদ: 2610734
তেহরান (ইকনা)- মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এতে এ অঞ্চলের বেসামরিক মানুষের জীবন ব্যাপকভাবে হুমকির মুখে রয়েছে।

গতরাতে (মঙ্গলবার) ইসরাইলি বাহিনী সর্বশেষ আগ্রাসন চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। গাজার বেইত হানুন শহরে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের তিনটি অবস্থানে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরাইল এবং বলা হচ্ছে গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার।

এদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরাইল সোমবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এর আগে শুক্রবার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সেনারা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরাইল প্রায়ই সিরিয়ার বিভিন্ন অংশে হামলা চালিয়ে আসছে বিশেষ করে হিজবুল্লাহর অবস্থানে তারা হামলা চালাচ্ছে। অথচ হিজবুল্লাহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করে চলেছে।
সূত্র:parstoday

captcha