IQNA

একদিনে ৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সৌদি আরব

22:27 - May 11, 2020
সংবাদ: 2610764
তেহরান (ইনকা)- ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, সৌদি জোট বাহিনী ১০ম মে ইয়েমেনের আল-হুদাইদা প্রদেশে ৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

পবিত্র মাহে রমজান মাসে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসন অব্যাহত রয়েছে। এমনকি যেসকল অঞ্চলসমূহে সংঘাত অবসানের বিষয়ে একমত পোষণ করা হয়েছে সেখানেও তারা হামলা চালাচ্ছে।

ইয়েমেনের এক সামরিক সূত্র জানিয়েছে, সৌদি জোট বাহিনী ২৪ ঘণ্টা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশে ৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: যুদ্ধ বিরোধী চুক্তি আল হুদাইদা প্রদেশের আল- জাহ শহর এবং যুদ্ধ দুর্গের ১৬ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এসকল অঞ্চলে যুদ্ধ বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই প্রদেশের বিভিন্ন অঞ্চলও যুদ্ধবিরতি লঙ্ঘন অন্তর্ভুক্ত করা হয়েছে। iqna

captcha