IQNA

কাতারে মাস্ক না পরলে ৫৫ হাজার ডলার জরিমানা

5:04 - May 18, 2020
সংবাদ: 2610799
তেহরান (ইকনা): করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাতারে ঘরের বাইরে মুখে মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার।

আল-জাজিরা এ বিষয়ে তার প্রতিবেদনে বলেছে, কেউ যদি নিয়ম অমান্য করে ঘরের বাইরে মুখে মাস্ক ব্যবহার না করে তাহলে তার তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এ ছাড়া জনসমাগমস্থলে কেউ মাস্ক ব্যবহার না করলে ৫৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা করার নিয়ম চালু করেছে।

খবরে আরও বলা হয়েছে, কাতারের বর্তমান জনসংখ্যা মাত্র ৩০ লাখ। কিন্তু এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজারের বেশি মানুষ। জনসংখ্যা অনুপাতে আক্রান্তের এ সংখ্যা উদ্বেগজনক। তবে এখন পর্যন্ত কাতারে করোনাভাইরাসে মারা গেছেন ১৫ জন। গত এক মাসেরও বেশি সময় যাবৎ কাতারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্কুল, মসজিদ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ লাখ ৪৬ হাজার মানুষ। আর মারা গেছেন ৩ লাখ ১৩ হাজার ৭৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৭ হাজার ৭০০।
সূত্র;rtvonline

captcha