IQNA

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবকের শাহাদাত

18:23 - May 30, 2020
সংবাদ: 2610873
তেহরান (ইকনা): দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অস্ত্র বহনকারী সন্দেহে ওই ফিলিস্তিনিকে হত্যা করা হলেও পরে জানা গেছে তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিন নিউজ বলেছে, নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন এবং তার হয়ত মানসিক স্বাস্থ্য-জনিত সমস্যা থাকতে পারে।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, আজ (শনিবার) সকালে পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, পুলিশের টহল ইউনিট এক ব্যক্তির হাতে পিস্তলের মতো বস্তু থাকার সন্দেহ করে। তারা ওই ব্যক্তিকে থামতে বলে এবং ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজনকে গুলি করে।
ওই মুখপাত্র জানান, নিহত ব্যক্তি পূর্ব জেরুজালেমের বাসিন্দা এবং ফিলিস্তিনি।

এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ইসরাইলি বাহিনী যে অপরাধের নেশায় রয়েছে আজকের এই হত্যাকাণ্ড তার প্রমাণ।

আজ পশ্চিম তীরেও এক ফিলিস্তিনিকে গুলি করেছে দখলদার বাহিনী। এর ফলে ওই ফিলিস্তিনি মারাত্মক আহত হয়েছেন।  iqna

 

captcha