‘saphirnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এক দল অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা গোপনে এই মসজিদের দেয়ালে আরবি ভাষায় মুসলমানদের নিয়ে অপমানকর উক্তি লিখে এই পবিত্র জায়গার অবমাননা করেছে।
এই অপকর্মের প্রতিবাদে মসজিদ কর্তৃপক্ষ নিকটবর্তী থানায় মামলা করেছে।
মসজিদ কর্তৃপক্ষের প্রধান ‘আহমেদ ইবনে মুহাম্মদ’ জানিয়েছেন: ইসলাম বিদ্বেষীরা গত সোমবারে এই অপকর্ম করেছে এবং স্থানীয় বাসিন্দার সহযোগিতায় এই অপকর্মের সাথে জড়িত এক যুবকে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১১ সালের ডিসেম্বর মাসে এই মসজিদে ইসলাম বিদ্বেষীরা হামলা চালিয়েছিল।
1309976