IQNA

ইরাকের আল-আনবারে দয়েশের ৬ সদস্য গ্রেপ্তার

20:01 - July 04, 2020
সংবাদ: 2611077
তেহরান (ইকনা): ইরাকের আনবার প্রদেশের গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজম বিভাগের পরিচালক তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৬ সদস্যের গ্রেপ্তার হওয়ার খবর জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে এই সন্ত্রাসী গোষ্ঠীর ২ জন কমান্ডার এবং অপর ৪ জন বোমা হামলাকারীদের পরিচালন করতো।

ইরাকের আনবার প্রদেশের গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজম বিভাগের পরিচালক আহমেদ ফারস এ ব্যাপারে বলেছেন: আল-আনবার প্রদেশের গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজম বিভাগের সুরক্ষা বাহিনী এই প্রদেশের বেশ কয়েকটি শহরে প্রাক-হামলা চালিয়ে দায়েশের ছয় জন কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু'জন আল-আনবারে দায়েশের আধিপত্য চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতো।

আহমেদ ফারস দায়েশের ব্যারাকে প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীর বোমা হামলাকারী কর্মকর্তা আবু আসয়িদ ও আবু ইসলামের গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন: আটককৃতরা সন্ত্রাসী অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেছিল, তবে সুরক্ষা বাহিনী কোনও প্রতিরোধ ছাড়াই সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। iqna

captcha