ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে সামরিক সরঞ্জামাদি নিয়ে যাওয়ার সময় ওই বহরের উপর হামলা হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন সামরিক বহরে উপর দ্বিতীয় দফা হামলা হলো।
ইরাকি উপজাতি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মাকশিফিয়া এলাকায় গতকাল বুধবার মার্কিন সামরিক বহর লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।
ইরাকের সাবেরিন বার্তা সংস্থার খবর অনুযায়ী, আসহাব আল-কাহাফ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, "আমরা নিশ্চিত করছি যে বিরাট একটি বহর আমরা ধ্বংস করেছি।"
তবে স্বল্প সময়ের ব্যবধানে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি যে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। iqna