IQNA

মিশরের মসজিদসমূহে কি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে?

20:51 - July 18, 2020
সংবাদ: 2611162
তেহরান (ইকনা) ঈদুল আযহার প্রাক্কালে মিশরীয় রাবওয়াহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, মসজিদসমূহে জামাতে নামাজ এবং ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি করোনার ক্রাইসিস কমিটির মতামতের উপর নির্ভর করছে এবং এখনও পর্যন্ত এই কমিটি এব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।

মিশরের মসজিদসমূহে কি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে?আসন্ন ঈদুল আযহার নামাজের বিষয়ে মিশরের অনেক ব্যক্তি প্রশ্ন করেছে যে, ঈদুল আযহার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে, না কি ঈদুল ফিতরের মতো এই ঈদের নামাজও নিজ গৃহে আদায় করতে হবে?

মিশরের জনগণ সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে, ঈদুল আযহার নামাজের ক্ষেত্রে কেবল মাত্র দুটি পথ রয়েছে তৃতীয় অথবা বিকল্প কোন পথ নেই

প্রথম পথটি হলো: করোনাভাইরাস সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত সমস্যাগুলি বিবেচনা করে মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হবে।


দ্বিতীয় পথটি হলো: ঈদুল ফিতরের নামাজের মতো ঈদুল আযহার নামাজও মসজিদে অনুষ্ঠিত হবে না। এই নামাজও গৃহে আদায় করতে হবে। iqna

captcha