IQNA

অনলাইনে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতর + লিঙ্ক

20:17 - July 19, 2020
সংবাদ: 2611168
তেহরান (ইকনা): ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আওতাধীন ডিজিটাল মিডিয়া ইন্সটিটিউট ভার্চুয়াল জগতের মাধ্যমে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের বিভিন্ন স্থান এবং জরিঘর জিয়ারত করা সম্ভব বলে জানিয়েছেন।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আওতাধীন ডিজিটাল মিডিয়া ইন্সটিটিউটের সুপারভাইজার “ওয়ালা আস-সাফার” এব্যাপারে বলেন: করোনারি হার্ট ডিজিজের প্রাদুর্ভাব কারণে ইরাকের অভ্যন্তরে এবং বিদেশী নাগরিকগণ ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করতে পারছেন না। এই বিষয়টি বিবেচনা করে যাতেকরে আহলে বাইতে (আ.)এর সকল ভক্তগণ দুর থেকেও অনলাইনে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করতে পারে সেজন্য এই বিভাগটি খোলার সিদ্ধান্ত নিয়েছি।

আহলে বায়েত (আ.)এর ভক্তগণ পবিত্র মাজারের ওয়েবসাইটে প্রবেশ করে ভার্চুয়াল জগতের মাধ্যমে ইমাম হুসাইন (আ.)এর মাযার জিয়ারত করতে পারবেন। এখানে মাজারের ত্রিশটিরও অধিক স্থানের ৩৬০ ডিগ্রির 3D চিত্র রয়েছে। ইমাম হুসাইন (আ.)এর মাযার, জরিঘর এবং কারবালার অন্যান্য শহীদদের মাযারের দৃশ্য এখানে তুল ধরা হয়েছে।

দর্শকদের গাইড করার জন্য পবিত্র মাজারের বিভিন্ন অংশের মানচিত্রও আপলোড করা হয়েছে। আগ্রহী দর্শনার্থী এখানে ক্লিক করে ভার্চুয়াল জগতের মাধ্যমে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করতে পারবেন। iqna

captcha