আজ সন্ধ্যায় ইরাকের জি ক্বার প্রদেশে এই বোমা বিস্ফোরণর ঘটনা ঘটেছে।
ইরাকের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে: মার্কিন সেনা লজিস্টিক সরঞ্জামাদিতে অন্তর্ভুক্ত এই সামরিক বহরটি জি ক্বার প্রদেশের আল-বাতাহা এলাকার একটি রড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এরফলে লজিস্টিক সরঞ্জামাদি আগুনে পুড়ে যায়।
এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। iqna