IQNA

ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

20:20 - July 22, 2020
সংবাদ: 2611186
তেহরান (ইকনা): ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, জি ক্বার প্রদেশে মার্কিন সামরিক বহরের যাত্রাপথে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। সামরিক বহর যাওয়ার সময় রাস্তার পথে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে।

আজ সন্ধ্যায় ইরাকের জি ক্বার প্রদেশে এই বোমা বিস্ফোরণর ঘটনা ঘটেছে।

ইরাকের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে: মার্কিন সেনা লজিস্টিক সরঞ্জামাদিতে অন্তর্ভুক্ত এই সামরিক বহরটি জি ক্বার প্রদেশের আল-বাতাহা এলাকার একটি রড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এরফলে লজিস্টিক সরঞ্জামাদি আগুনে পুড়ে যায়।

এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।  iqna

captcha