IQNA

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল, গ্রেপ্তার ৫৫

22:57 - July 24, 2020
সংবাদ: 2611193
তেহরান (ইকনা): ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার নাগরিক। নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় সেখান থেকে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল, গ্রেপ্তার ৫৫শুক্রবার পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন এলাকা থেকে তাঁদের করা হয়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে গণউৎপাত, পুলিশ ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর হামলায় জখমের অভিযোগ আনা হয়।

সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, করেনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ ও দুর্নীতির মামলা থাকায় হাজার হাজার ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে প্যারিস স্কয়ার ছেড়ে চলে গেছেন, তবে কিছু বিক্ষোভকারী নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান করছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

গত মাস থেকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গত দুই সপ্তাহে পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। iqna

captcha