IQNA

হামাসের দুই জন কমান্ডারকে গ্রেপ্তার করেছে ইসরাইল

20:14 - July 26, 2020
সংবাদ: 2611210
তেহরান (ইকনা): আজ সকালে পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) থেকে হামাসের দুই জন কমান্ডারকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদী ইসরাইল।

ইহুদিবাদী ইসরাইলের সেনারা আজ সকালে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) অন্যতম কমান্ডার হাতাম কাফিশা ও নায়েফ আর-রাজুবকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে।

হামাসে এই দু’জন কমান্ডার ফিলিস্তিনি আইন পরিষদের প্রাক্তন সদস্য। এর পূর্বেও তারা বহু বছর ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন।

জায়নবাদী সরকার পশ্চিম তীরে বিভিন্ন অঞ্চলের বেশক কয়েকটি শহর, মিনি টাউন এবং গ্রাম ধ্বংস করেছে।

ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় ৭০ বছর আগে অবৈধভাবে প্রতিষ্ঠা লাভের পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরণের অপরাধযজ্ঞ চালিয়ে আসছে ইহুদিবাদীরা।  iqna

 

captcha