IQNA

সৌদির বাদশাহের উপস্থিতিতে ধোয়া হলো ক্বাবা শরিফ + ছবি

22:16 - September 04, 2020
সংবাদ: 2611421
তেহরান (ইকনা): পবিত্র কাবা শরিফ গতকাল বৃহস্পতিবার ধুয়ে পরিষ্কার করা হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের জিম্মাদার সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে কাবা শরিফ ধোয়ার কাজে নেতৃত্ব দেন মক্কার আমির যুবরাজ খালিদ আল ফয়সাল।

করোনাভাইরাস সংক্রমণ থেকে পবিত্র স্থানে ভ্রমণকারীরা যেন রক্ষা পান, সেজন্য কাবা শরিফ ধৌত করার আয়োজন করা হয়। কাবা শরিফ ধোয়ার কাজ পর্যবেক্ষণে যান মক্কার আমির খালিদ আল ফয়সাল, দুই মসজিদের সভাপতি শেখ ডা. আবদুল রহমান আল সুদাইস এবং অন্য কর্মকর্তারা।

জানা গেছে, কাবা শরিফের ভেতরের অংশ পরিষ্কার করেন যুবরাজ খালিদ আল ফয়সাল। জমজম কূপের পানি ও গোলাপ তেলের বিশেষ মিশ্রণ কাপড়ে ভিজিয়ে নিয়ে কাবা শরিফের দেয়াল পরিষ্কার করেন তিনি। iqna

 

برگزاری مراسم شستشوی کعبه با حضور امیر مکه
 
برگزاری مراسم شستشوی کعبه با حضور امیر مکه
 
برگزاری مراسم شستشوی کعبه با حضور امیر مکه
 
 
captcha