IQNA

জাকার্তায় মসজিদে জামাতের নামাজ বন্ধ

21:36 - September 18, 2020
সংবাদ: 2611495
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ায় পুনরায় করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার কারণে দেশটিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে জাকার্তায় আগামী দুই সপ্তাহের জন্য জামাতের নামাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ান কাউন্সিল অফ মসজিদ (ডিএমআই) জাকার্তা সকল মসজিদসমূহে সাময়িকভাবে জামাতের নামাজ স্থগিত করার আহ্বান জানিয়েছে। কারণ, সম্প্রতি ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার করেনে সেদেশের সরকার আগামী দুই সপ্তাদের জন্য সকল প্রকার বৃহত্তর সামাজিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইন্দোনেশিয়ান কাউন্সিল অফ মসজিদের চেয়ারম্যান ইউসুফ কল্লা বলেছেন: "আমি আশা করি মসজিদসমূহে শুক্রবার জুমার নামাজের মতো বৃহৎ জনসমাগমের কার্যক্রম কমিয়ে আনা হবে অথবা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।

এদিকে জাকার্তার গভর্নরের বলেছেন, করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে হাসপাতালের শয্যা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৯১০০ জনের মৃত্যু হয়েছে। iqna

captcha