IQNA

হিজাবের কারণে ভলিবল খেলা থেকে বঞ্চিত হলেন আমেরিকান মুসলিম নারী

23:55 - September 20, 2020
সংবাদ: 2611507
তেহরান (ইকনা): আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের ন্যশভিল শহরের ভলিবল প্লেয়ার হিজাব ব্যবহারের কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বাদ পড়েছেন।

আমেরিকান যুবতী “নাজাহ আকিল” তার স্কুলের এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিল। কিন্তু রেফারি বলেছে যে, খেলায় হিজাব ব্যবহার করা প্রতিযোগিতার নিয়মের মধ্যে পরে না। আর হিজাব ব্যাবহার করার জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি এবং তাঁর কোচরা আইন সম্পর্কে কিছুই জানতেন না এবং এর আগেও তিনি হিজাব ব্যবহার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

এ ধরণের ইসলামবিদ্বেষীর সম্মুখীন হয়ে নাজাহ আকিল বলেন: আমি কেঁদেছিলাম; আঘাত পেয়েছে এজন্য আমি কাদি নি। বরং আমি রেগে গিয়েছিলাম এবং ভেবেছিলাম এটি একটি অনুচিত সিদ্ধান্ত।

এই মুসলিম কিশোর এবং তার স্কুল কর্তৃপক্ষ বলেছে যে, তারা প্রতিযোগিতার বৈষম্যমূলক বিধি পরিবর্তন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আমেরিকান মুসলিম অ্যাডভাইজরি কাউন্সিলের পরিচালক সাবিনা মহিউদ্দিন এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে: মুসলিম মেয়ের যখন তাদের আইন বজায় রেখে খেলাধুলায় অংশ গ্রহণ করতে চাই, তখন কেন তাদের অতিরিক্ত আইনি বিধিনিষেধের মুখোমুখি হতে হবে? সহপাঠীদের সামনে ১৪ বছরের একটি মেয়েকে হেয় করার জন্য এই আইন প্রয়োগ করা হয়েছে; খেলাধুলার ক্ষেত্রে কোনও ধর্মীয় বিধিনিষেধ থাকা উচিত নয়। iqna

captcha